কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২ এ ১২:৪৬ PM
কন্টেন্ট: সেবা এবং ধাপ
| ক্র: নং | সেবার নাম | সেবা প্রদানের পদ্ধতি | বিবেচ্য প্রমাণাদি/দলিলাদি/প্রাপ্তিস্থান | সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি | সেবার প্রদানের সময়সীমা | দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম পদবী, ফোন ও মোবাইল নম্বর |
| ১ | নতুন ভোটার অর্ন্তভূক্ত করণ | ভোটার হওয়ার যোগ্য ১৮ বছরের উর্দ্ধের বাংলাদেশী নাগরিককে ভোটার তালিকায় নাম অর্ন্তভূক্তিকরণ ও জাতীয় পরিচয়পত্র প্রদান। | অনলাইনে মাধ্যমে (services.nidw.gov.bd) নতুন ভোটার নিবন্ধন ফরম পূরণ করতে হবে অথবা নিবন্ধন ফরম (ফরম-২) উপজেলা নির্বাচন অফিস হতে সংগ্রহ করতে হবে। কাগজপত্র : অনলাইন জন্ম নিবন্ধন, কাউন্সিলর/চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র বিদেশে অবস্থানের ক্ষেত্রে পাসপোর্ট কপি-দ্বৈত নাগরিক হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যয়নপত্র শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত কপি (যদি থাকে)। বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানি বিল/আয়কর/জমির দলিল কপি। ব্লাড টেস্ট রিপোর্ট (যদি থাকে) পিতা-মাতার আইডির ফটোকপি। স্বামী-স্ত্রীর আইডি ফটোকপি। প্রাপ্তিস্থান : সংশ্লিষ্ট অফিস। | বিনা মূল্যে সেবা প্রদান | কমপক্ষে ৩ (দিন) (নি্বার্চনের তফসিল ঘোষনা হলে কাযর্ক্রম বন্ধ থাকে) | উপজেলা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার |